
পলাশ দাস।।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে ১৮৫৬৬ টি পরিবারের জমিসহ ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন পরবর্তীতে বরিশালের হিজলা উপজেলার ৩০ টি ভূমিহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তর করেন।
উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তফিকুর রহমান সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মহিউদ্দিন আহমেদ, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।