বরিশালের হিজলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত।
বিকাল পাঁচটার দিকে উপজেলার কাউরিয়া বাজার থেকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলায় অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা।
র্যালীর নেতৃত্ব প্রদান করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম বেপারী।
এ ছাড়াও র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা বেগম, জাতীয় যুব শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, সহ জাতীয় শ্রমিক লীগের উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
র্যালী শেষে উপজেলা বঙ্গবন্ধু মুরালে অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত পথসভা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক ঢালী, ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ১৮৮৬ আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকারীর উপরে গুলি বর্ষন করে কয়েকজন শ্রমিক কে নিহত করা হয়। তখন থেকেই শুরু হয় শ্রমিক আন্দোলন। আদৌ অধিকার বঞ্চিত শ্রমিকদের নির্ধ্য অধিকার ফিরে পাওয়া যায়নি।
আগামী জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের দাবিও জানান তারা।