সিলেট প্রতিনিধি।।
পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ করেছে তারা বাংলাদেশের আদর্শ লালন করে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে। দ্রুত পাথর কুয়ারি খুলে দিতে হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে মহানগরীর বন্দরবাজার সিটি পয়েন্টে ইসলামি আন্দোলনের সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান।
ইসলামি আন্দোলন সিলেট মহানগরীর সভাপতি মুফতি সাইদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় গণ সমাবেশে ফয়জুল করীম বলেন, গোটা ভারত বাংলাদেশকে কন্ট্রোল করছে। ৫৩ বছরেও এ দেশের মানুষ মুক্তি পাননি। আমারা এ থেকে মুক্তি চাই।
তিনি বলেন, আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে। মাদরাসার শিক্ষার্থীরা (কাওমি) কেনো বিসিএস দিতে পারে না। কেনো সরকারি চাকরিতে চান্স পায় না। বাংলাদেশের মানুষ তা দেখতে চায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি ইউসুফ আহমদ মানসুর, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুছাব্বির আহমদ রুনু, সংগঠনের সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, আলহাজ্ব ফজলুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, মহানগর সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নুরুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি জাকির হোসেন, মহানগর সভাপতি মাওলানা বদরুল হক, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, মহানগর সভাপতি মকবুল হোসেন প্রমুখ।