গাজীপুর প্রতিনিধি।।
শ্রীপুর আশুলিয়া ও গাজীপুরে শিল্প অসন্তোষে উদ্বেগ প্রকাশ করে সমতা পাটির নেতৃবৃন্দ বলেন, কারখানা বন্ধ করে সমস্যার সমাধান হবে না। শ্রমিকদের সঙ্গে তাদের দাবি দাওয়া নিয়ে আলাপ ও আলোচনা করে তাদের ন্যায্য দাবি পূরণসহ সঙ্কট সমাধানের উদ্যোগ নিতে হবে। সরকার ও মালিক পক্ষকে অবশ্যই এই ব্যাপারে জরুরী পদক্ষেপ নিতে হবে। শিল্পাঞ্চলে অস্থিরতায় বিশেষ করে স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে কিনা অবশ্যই খতিয়ে দেখতে হবে ঝুট ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে ও ক্ষমতার পালাবদলের সাথে সাথে ঝুট ব্যবসায়ীদের পালাবদল ঘটেছে এই বিষয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।
শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুততার সঙ্গে মজুরি কমিশন গঠনের উদ্যোগ নিতে হবে। অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করার দাবি
সভায় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন রাসেল, এনায়েত আহমেদ, মোহাম্মাদ শিহাব উদ্দিন, সোরভ হোসেন বেলাল, শামছুদিন রাকিব,জহির আহমেদ, আবু নমান,আল কাউছারসহ দলের নেতৃবৃব্দ।