নিজস্ব প্রতিবেদক।।
রাজধানী ঢাকায় যানজটের ভোগান্তি আবার তীব্র আকার ধারণ করেছে, ( মিরপুর ১ নম্বর থেকে ১০ নম্বরে চিত্র এটি) যানজট হচ্ছে যানবাহনের জট। রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পেরে অস্বাভাবিক যে জটের সৃষ্টি করে, তাকে যানজট বলে। যানজটের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গাড়ির স্বাভাবিকের তুলনায় ধীরগতি, দীর্ঘ যাত্রাকাল, যানবাহনের দীর্ঘ সারি, শব্দদূষণ ইত্যাদি। দুর্ঘটনা যানজটের একটি অন্যতম কারণ।যানজটের কারণে শ্রমঘণ্টার অপচয় হয়।
আমাদের রাজধানী শহর ঢাকার দীর্ঘদিনের সমস্যা হচ্ছে এই যানজট। দিন যত যাচ্ছে এ সমস্যা ততই বৃদ্ধি পাচ্ছে। যানজটের কারণে মানুষের পক্ষে নির্ধারিত সময়ে কোনো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।মাঝেমধ্যে মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুল্যান্সকেও পড়তে হয় যানজটে। ফলে হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় অনেক রোগীর। নগরীতে বায়ুদূষণের বড় কারণও এই যানজট। এর প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে।
একটি নগরীর মোট আয়তনের ২৫ শতাংশ এলাকা সড়ক থাকা দরকার, সেখানে ঢাকায় রয়েছে মাত্র ৭/৮ শতাংশ।তা ছাড়া দেশের বেশির ভাগ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের অবস্থান ঢাকায় হওয়ার কারণে রাজধানীর ওপর চাপ বাড়ছে। প্রতিদিন গ্রাম বা অন্যান্য শহর থেকে হাজার হাজার মানুষ ঢাকায় আসছে। এটিও যানজটের একটি উল্লেখযোগ্য কারণ।
নাগরিক জীবনকে স্বাচ্ছন্দ্য, সাবলীল ও গতিশীল করে তুলতে যানজট সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। এর জন্য প্রয়োজন সকলের সদিচ্ছা ও সময়োপযোগী সুন্দর বিজ্ঞানসম্মত পরিকল্পনা ও তার দ্রুত বাস্তবায়ন।