মৌলভীবাজার প্রতিনিধি।
মৌলভীবাজার প্রতিনিধি: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। শনিবার বিকেলে শহরের কাশিনাথ রোড থেকে শুরু হয়ে কুসুমবাগ এলাকায় সমাবেশের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, গাজী জাবেদ, নুরুল ইসলাম, আব্দুল মুমিন, আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, সদস্য আবু বক্কর তালুকদার, শহীদ আহমেদ, সাজ্জাদ আহমেদ শাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল প্রমুখ।