স্টাফ রিপোর্টার:
মোংলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া এলাকায় শাহিনা বেগমের মৃত্যুর খরব প্রচারের পরে হটাৎ জীবিত হওয়ার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মৃত্যুর খবর জানা গেলে ভোরে মসজিদের মাইকে মাইকিং করা হয়। পরে সকালের দিকে স্থানীয় লোকজনেরা তার বাড়িতে গিয়ে জানতে পারেন তিনি জীবিত।
পারিবারিকসূত্রে জানা যায়, মোংলা উপজেলার দক্ষিণ হলদিবুনিয়া এলাকায় দীর্ঘদিন বসবাস করে আসছেন জলিল শেখ ও শাহিনা বেগম দম্পতি। বেশ কয়েকদিন ধরে শাহিনা বেগম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন। পরিবারের পহ্ম থেকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা সেবা দেন। কিন্তু এতে পরিপূর্ন সুস্থ না হওয়াতে বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকেন।
গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তার কোনো সাড়া শব্দ বা নড়াচড়া না করায় পরিবারের লোকজন ধরে নেয় তার মৃত্যু হয়েছে। ভোরে স্থানীয় কয়েকটি জামে মসজিদের মাইকে পরিবারের পহ্ম থেকে তার মৃত্যুর খবর মাইকিং করানো হয়। দাফনের সব সরঞ্জামাদিও প্রস্তুত করেন পরিবারের স্বজনেরা।
শাহিনা বেগমের মৃত্যুর খবরে স্থানীয় প্রতিবেশীরা শেষ বারেরমতো দেখার জন্য ছুটে যান।তবে খবরটি প্রচারের এক ঘন্টা পরে হঠাৎ জ্ঞান ফিরে পান শাহীনা বেগম। এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে ‘মৃত’ ব্যক্তি জীবিত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়াতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মৃত্যুর খবরটি সঠিকভাবে না জেনে প্রচার করা ঠিক হয়নি বলে জানান স্থানীয়রা।
শাহিনা বেগম চার সন্তানের জননী, তিনি মিঠাখালী সাহেবেরমেঠ এলাকার আমির গাজীর মেয়ে।