মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।
যুগের পরিবর্তনের সাথে সাথে অপরাধের ধরণেরও পরিবর্তন হয়েছে। বর্তমান পৃথিবীর মানুষ যেমন আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে তেমনি তথ্য প্রযুক্তি সংক্রান্ত অপরাধের পরিধিও দিন দিন বেড়ে চলছে। ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপরাধীরা যেমন অপরাধ করছে, সেই ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করেই আবার অপরাধ দমন করা হচ্ছে। গত ০২-০৭-২০২৪খ্রি. তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় মেহেন্দিগঞ্জ থানাধীন জনৈক সৌদি আরব প্রবাসীর স্ত্রী অশ্রুসিক্ত নয়নে তার ও তার পরিবারের সম্মান ও অর্থ রক্ষার্থে নিরুপায় হয়ে ছুটে আসেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক এর অফিসে। অসহায় নারী কাঁদো কাঁদো কন্ঠে বলেন, “স্যার আমাকে বাঁচান” । মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ভদ্র মহিলাকে সান্তনা দিয়ে তার মুখে ঘটনার বিস্তারিত শুনলেন এবং তাকে আশ্বস্থ করলেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তার সমস্যা সমাধান এবং অপরাধীদের সনাক্ত ও গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনে তার পাশে থাকবে। প্রবাসীর স্ত্রী জনৈক ভদ্র মহিলা একজন গৃহিনী। তার স্বামী একজন প্রবাসী এবং তিনি তার এক সন্তান ও শ্বশুড়-শ্বাশুড়ির সাথে স্বামীর বাড়িতে বসবাস করেন। কিছুদিন পূর্বে অজ্ঞাতনামা কে বা কারা প্রবাসীর স্ত্রীর বসত ঘরের জানালা দিয়ে কৌশলে তার অগোচরে ঘরের খাটের উপর শোয়া অবস্থায় তার কয়েকটি অর্ধনগ্ন স্থির চিত্র ধারণ করে। পরবর্তীতে গত ০১-০৭-২০২৪ তারিখ রাতে তার স্বামী সৌদি আরব প্রবাসীর ফেসবুক মেসেঞ্জারে Borsha Chowdoray নামক ফেক ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে উক্ত অর্ধনগ্ন স্থির চিত্র পাঠায় এবং অশালীন ও কুরুচিপূর্ণ ক্ষুদেবার্তা প্রেরণ করেন। একপর্যায়ে তার কাছে নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা দাবি করে, দাবীকৃত টাকা না দিলে তার স্ত্রীর অর্ধনগ্ন স্থির চিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়ে তাদের মান সম্মানহানী করবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। উক্ত সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ অফিসার ইনচার্জের নির্দেশে মোতাবেক মেহেন্দিগঞ্জ থানার এসআই(নিঃ) মোঃ মিঠু আহম্মেদ এর নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটন করে সকল অপরাধীদের সনাক্ত পূর্বক আসামীদের মেহেন্দিগঞ্জ থানার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যবেক্ষণে ঘটনার সত্যতা পাওয়া যায়। গ্রেফতারকৃত ০৪(চার) জন আসামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ মোতাবেক নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ০১(এক) জন আসামী বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক দ্রুততার সাথে এহেন কার্যক্রমে প্রবাসীর স্ত্রী সন্তোষ প্রকাশ করে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।