গোপালগঞ্জ প্রতিনিধি।।
মডেল মসজিদের জনবলকে জাতীয়করণ করে বেতন-ভাতা রাজস্ব খাতের আওতায় আনার দাবী জানিয়ে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি মুক্ত করার জন্য মুহাম্মদ রসুলুল্লাহ (সাঃ) সবচেয়ে উকৃষ্ট পন্থা অবলম্বল করেছেন। একইভাবে সাহাবায়েক ইকরামরা একই পদ্ধতি অবলম্বন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জেরো টলারেন্স অবলম্বন করেছেন। মসজিদগুলোতে প্রতি জুম্মায় কোরআন ও হাসিদের দৃষ্টিতে সুন্নার ভিত্তিতে মানুষকে সচেতন করছি তারা যাতে দুর্নীতিমুক্ত জীবনযাপন করেন।
আজ শনিবার (২৯ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা শেষে এসব কথা বলেন বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ।
বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতর সভাপতি মুফতি মোহাম্মদ মারুফ বিল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত খোদাভীরুতা ও সদিচ্ছায় সারা বাংলাদেশে জেলা উপজেলায় ৫৬৪ মডেল মসজিদ তৈরী পৃথিবীর ইতিহাসে বিরলদৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যে ৩০০ মডেল মসজিদের উদ্বোধন হয় এবং অত্যন্ত যাচাই-বাছাইয়ের পর দক্ষ ও যোগ্য ইমাম মুয়াজ্জিন খাদেম নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে বহু আলেমদের উত্তম কর্মক্ষেত্রও তৈরী হয়েছে। উদ্বোধনকৃত মডেল মসজিদগুলো ইসলামের সঠিক ব্যাখ্যা, সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী ও জনসচেতনতা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনশক্তি তৈরী, সভ্যতা ও ইসলামি সংস্কৃতি প্রচারে এক বিশাল ভুমিকা রেখে চলেছে।
তিনি আরো বলেন, দেশের সকল মডেল মসজিদগুলোতে আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এসব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন সামান্য। যা দিয়ে সংসার ও জীবন ধারন করতে হিমশিম খেতে হচ্ছে। তাই মডেল মসজিদের জনবলকে জাতীয়করণ করে বেতন-ভাতা রাজস্ব খাতের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবদার জানান।
মাননীয় প্রধানমন্ত্রীর ভুয়সী প্রশংসা করে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতর সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর বলেন মডেল মসজিদ ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিচ্ছেন। সারা বাংলাদেশে মডেল মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াতের মাধ্যমে দেশ ও জাতির জন্য দুআ করাহয়। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মডেল মসজিদের জনবলের বেতন-ভাতা রাজস্বের আওতায় আনার জোর দাবি জানান।
এর আগে দুপুরে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এর আগে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে কোরআন খতম করেন তারা।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হত টুটুলসহ বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির নেতৃবৃন্দ ও দেশের ৩’শ মডেল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। #