ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলা রাজাপুরের জোরখাল এলাকায় সরকারী খালটি দখল করে আছে স্থানীয় কিছু দখলদাররা।
এতে নৌকা নিয়ে বিপাকে আছে কয়েকশ জেলে, মাঝিরা।
সরেজমিন রাজাপুরের মিঝি বাজার সংলগ্ম জোরখাল এলাকায় গিয়ে দেখা যায়, শতশত জেলে নৌকা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। দীর্ঘদিন জোরখালে নৌকা রাখলেও নদী ভাঙ্গণে খালটি হারিয়ে যাওয়ায় নৌকা রাখার মত ব্যবস্থা না থাকায় আতঙ্কে দিন কাটছে জেলেদের।
এদিকে দেখা যায়, জোরখাল থেকে সংযুক্ত একটি খাল রাজাপুরের বেড়িবাঁধ পর্যন্ত থাকলেও স্থানীয় বাসিন্দারা খালটি দখলে নিয়ে ভরাট করেছে।
চলমান সিসি ব্লক বাস্তবায়ন হলে পুরো অস্ত্বিত হারাবে খাল আর স্থায়ী বিপদগ্রস্ত হবে শতশত সাধারণ জেলে-মাঝিরা।
জেলে নজু মাঝি, হোসেন মাঝি,ইউসুফ মাঝি,কালু মাঝি,কামাল মাঝি,আলাউদ্দিন মাঝি,হেলাল মাঝি, আজাদ মাঝি, মান্নান মাঝি, কাশেম মাঝি, ইমন মাঝি, ছাত্তার মাঝিসহ শতাধিক মাঝিরা বলেন মাত্র ২শ থেকে আড়াইশ ফুট খাল খনন করে দিলে আমাদের নৌকা নিরাপত্তায় রাখতে পারবো। আর না হয় অনেক ক্ষতিগ্রস্ত হবো আমরা।
সিসি ব্লক হওয়ার আগে খালটি খনন না হলে আমাদের নৌকা রাখার জায়গা থাকবে না। তখন রাখতে হবে নদীতে। এতে ঝড়-ঝঞ্ঝা আসলে যে কোন মুহূর্তে নৌকা-ট্রলার ডুবে যাবে।
আমাদের সাধারণ জেলেদের সুবিধাতে মাত্র ২শ থেকে আড়াইশ ফুট খাল খনন করে দেওয়ার দাবী তুলেন এ মাঝিরা।
এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন. এ মুহূর্তে আমাদের খাল খননের কোন প্রস্তাবনা নেই তবুও সরকারী খাল দখলদার মুক্ত করে জন-
গুরুত্বপূর্ণ হলে আমরা অবশ্যই খালটি খনন করবো।