স্টাফ রিপোর্টার।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হাই মাতব্বর কে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, পত্রিকার নিউজ ও স্থানীয় বিএনপির অভিযোগের প্রমাণিত হওয়ায় আব্দুল হাই মাতব্বর কে চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর ভোলার একটি স্থানীয় অনলাইন পত্রিকায় “বিএনপি’র নাম ভাঙিয়ে দখলদারি ও চাঁদাবাজিতে লিপ্ত সাবেক ইউপি আ’লীগ নেতা আবদুল হাই মাতাব্বর” এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়।
এর আগে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বহিস্কার করা হয়।