বিশিষ্ট শিক্ষাবিদ-মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আবদুর রশীদ মাষ্টার গত ০৫ অক্টোবর ২০২৪ সকাল ০৭ টার দিকে আমতলী উপজেলার টেপুরা গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের জানাজা নামাজ শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা এবং দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি,দক্ষিণ অঞ্চলে শিক্ষার প্রসার ও অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখেন। চাকুরী জীবনে সর্বশেষ লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় (কলাপাড়া) থেকে ২০০৬ সালে অবসর গ্রহন করেন। ৬৯ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন গনঅভ্যুত্থানে অংশ নেন। তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন।
তার মেয়ে ফেরদৌসী আকতার শিক্ষকতা পেশায় কর্মরত আছেন, বড়ছেলে মশিউর রহমান মিরাজ
একটি বিদেশী সংস্থায় কর্মরত এবং ছোট ছেলে সাইফুর রহমান সুমন – আয়কর আইনজীবী।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।