নিউজ ডেস্ক //
বিএনপির অফিসে অগ্নিসংযোগ’সহ ৩টি মামলায় বরিশাল সিটির সাবেক ১০ কাউন্সিলরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এসব মামলায় আরও ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বরিশাল চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের মোঃ আশরাফ উদ্দিন এই নির্দেশ প্রদান করেন। এর আগে তারা উচ্চ আদালতের ৪ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন।
জেল হাজতে প্রেরণ করা বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলররা হলেন- সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, আনোয়াল হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।
অপরদিকে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর
সামজিদুল কবির বাবু অসুস্থ থাকায় তাকে জামিন দিয়েছে আদালত।
বাদী পক্ষের আইনজীবীরা অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা’সহ ৩টি মামলা।