মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনা আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার আরপাংগাশিয়া এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটর সাইকেলযোগে মিছিলরত অবস্থায় প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী এলমান উদ্দিন আহমেদ সুহাদ তালুকদার (মোটর সাইকেল) প্রতীকের সমর্থক শাকুরকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ আশরাফুল আলম নগদ অর্ধ লক্ষ টাকা জরিমানা, প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ওই সময় প্রতিদ্বন্দ্বি এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অর্ধ লক্ষ (৫০ হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে।