কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিককে কেন্দ্র করে কলেজ ছাত্র নিহতের ঘটনা ঘটে। র্যাব-৩ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর থানার পাঁচ আসামী গ্রেফতার হয়েছে।
গত ৩০ আগষ্ট কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রামে পিকনিককে কেন্দ্র করে কলহের জের ধরে দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র নিরব হোসেন রাব্বি(১৯) আহত হয়। পরে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৩সেপ্টেম্বর ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়। রাব্বি সোনাইকুন্ডি এলাকার মসলেম আলীর পুত্র। ওইদিনের (৩০আগষ্ট) ঘটনার প্রেক্ষিতে নিহতের চাচা বাদী হয়ে ৫সেপ্টেম্বর দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৯,ধারা ১৪৩ /৩৪১/ ৩২৩/৩২৫/ ৩২৬/ ৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড ১৮৬০ (সংযুক্ত ৩০২ ধারা)। উক্ত মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-৩, সিপিএসসি এর যৌথ আভিযানিক দল গত ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকর র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত মামলার পাঁচ জন আসামীকে গ্রেফতার করে৷ আসামীরা হলেন উপজেলার সোনাইকুন্ডি মহিলা মাদ্রাসা পাড়ার মিজানুর রহমানের পুত্র সোয়ায়েব বিশ্বাস(২৩) ও মাহি বিশ্বাস(৩২), একই এলাকার মৃত মুকুল মন্ডলের পুত্র মিদুল মন্ডল(১৯), ও কামাল মন্ডলের পুত্র রিদয় মন্ডল(২৫), এবং শিমুল মন্ডলের পুত্র তানহা মন্ডল(২০)। উক্ত আসামীদেরকে ঢাকার শাহবাগ এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।