প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৪, ৭:২৬ পি.এম
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হিজলায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মত বিনিময়
হিজলা প্রতিনিধি।।
”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার হিজলা উপজেলায় ৩০ জুলাই মঙ্গলবার থেকে নানা আয়োজনে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা , মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। ৩১ জুলাই সকালে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভা কক্ষে শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সহ হিজলা উপজেলায় কর্মরত সকল সংবাদ কর্মী বৃন্দ।
প্রধান কার্যালয়ঃ ২৯ চামেলীবাগ, শান্তিনগর (টুইন টাওয়ারের পাশে) ঢাকা-১০০০।
শাখা কার্যালয়ঃ কালী মন্দির কমপ্লেক্স, বটতলা, কাউরিয়া বন্দর, হিজলা, বরিশাল।
যোগাযোগঃ ০১৭৫৭-৮০৭৩৮৫
E-mail: prothomkontho7@gmail.com
prothomkonthonews@gmail.com
© All rights reserved © Dailyprothomkontho.com Web Design by: SuperSoftIT.com