খুলনা প্রতিনিধি।। :
কেএমপি’র খালিশপুর থানা পুলিশ ২৯ জানুয়ারী বুধবার খালিশপুর নয়াবাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১) মোঃ শাহীন বকসি (২৩), পিতা-আজিজুল বকসি, সাং-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর; ২) সুজন হাওলাদার (২৬), পিতা-বাবুল হাওলাদার, সাং-নয়াবাটি বাংলার মোড়, থানা-খালিশপুর; ৩) মোঃ বাদল গাজী (২২), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-নয়াবাটি, থানা-খালিশপুর এবং ৪) মোঃ তানভীর হাওলাদার (২২), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-দক্ষিণ কাশিপুর, থানা-খালিশপুর, খুলনাদের গ্রেফতার করেছে। তাদের হেফাজত হতে পল্লী বিদ্যুতের চুরি হয়ে যাওয়া ১৬ কেজি হাইভোল্টেজ তার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-২৫, তারিখ ২৯/০১/২০২৫ ; ধারা- ৪১৩/৩৪ পেনাল কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ##