কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহস্থ পদ্মা নদীতে নিখোঁজ হয়েছিলেন পুলিশের দুই কর্মকর্তা। এদের মধ্যে সদরুল আমিন নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর এএসআই মুকুল হোসেনকে উদ্ধারে অভিযান চলমান রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।নিখোঁজের একদিন পর এএসআই সদরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য,গত রোববার গভীররাতে পদ্মা নদীতে পুলিশের নৌকা ডুবে এএসআই সদরুল ও এএসআই মুকুল নিখোঁজ হন। স্থানীয়রা বলছে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়েছিল পুলিশের সদস্যরা। জেলেরা ক্ষীপ্ত হয়ে তাদের নৌকা দিয়ে পুলিশের নৌকায় ধাক্কা মারে। সে সময় পুলিশের অন্য সদস্যরা সাঁতরে নদীর পাড়ে উঠলেও দুই পুলিশ সদস্য নিখোঁজ হয়।
এব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়েছিলেন ওই পুলিশ সদস্যরা। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।