কিশোরগঞ্জ প্রতিনিধি।।
কিশোরগঞ্জের প্রবর্তন সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। গত ০১ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ বন্যার্তের মাঝে ২৫০ পরিবারের মাঝে এাণ বিতরণ করা হয়।
গত ২৩ আগস্ট থেকে বন্যার্ত মানুষের জন্য ফান্ড কালেকশন করা শুরু করেন সংগটনের সদস্যরা ।এতে ২ লক্ষ ৯ হাজার টাকা ফান্ডে জমা হয়।
এসব টাকা দিয়ে বন্যার্তদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় এাণ সামগ্রী কিনে প্যাকেট করেন।
এাণ সামগ্রীর মধ্যে রয়েছে
চাল, ডাল, আটা, গুর, চিরা, তেল, পেঁয়াজ, দুধ, কয়েল, বিস্কুট, পানি, লবণ, ইত্যাদি। এছারা মেডিসিন সামগ্রী মধ্যে রয়েছে
সেনেটারী ন্যাপকিন, খাবার স্যালাইন, ইসুমিপ্রাজল, সিপ্রোসিন, বায়োডিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, ইত্যাদি।
সংগঠনটি প্রতিষ্ঠা করেন, সানি, রাতুল, জিহাদ, আয়না ফাহিম।
সংগটনের ভলান্টিয়ার বদর, বিজয়, দিয়া, মুন মুন , জাহাঙ্গীর, ইকবাল, নিশাত, নাইমা প্রমুখ সকলের প্রচেষ্টায় দিনরাত কাজ করে প্যাকেট করে এাণ পৌঁছানোর দায়িত্বে কাজ করেন।