মোজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ):
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে কিশোরগঞ্জের ইটনা থানা আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার আমিরগঞ্জ জনতাগঞ্জ-বাজারে মৃগা ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানা পুলিশের ৩নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইটনা থানা পুলিশ পরিদর্শন (তদন্ত) মোঃ শাহাব উদ্দিনের সঞ্চালনায় এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
সভায় বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মোঃ মনিরুজ্জামান আক্কেল, মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দারুল ইসলাম, মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম (দুলাল), মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ভুট্টো, মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আলমাছ মিয়া, মৃগা ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কিতাব আলী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফরিদ আহমেদ, মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মৃগা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ শাহাবুদ্দিন, মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুবলীগ নেতা মোঃ আলমগীর ফরিদ, এশিয়ান টেলিভিশনের হাওর অঞ্চল প্রতিনিধি মোজাহিদ সরকার প্রমূখ।
প্রধান অতিথি চৌধুরী কামরুল হাসান বক্তব্যে বলেন, মৃগা ইউনিয়ন কে সব ধরনের অপরাধ থেকে মুক্ত করতে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই এলাকা দিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধীরা চলাফেরা করে। তিনি আইনশৃঙ্খলা বাহিনী দের কে বলেন, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জন্য।
সার্কেল এএসপি সামুয়েল সাংমা বলেন, এই এলাকায় যত বড় ই অপরাধী থাকুক না কেন তাদের কে আমার ধরে আইনগত ব্যবস্থা নিবো। অপরাধ করে কখনও কেউ ছাড় পাইনি। তিনি আরও বলেন, জনগণ পুলিশ কে সহযোগিতা না করলে কোনোদিন অপরাধ নির্মূল করা সম্ভব না। প্রত্যেক মানুষে ঘর থেকে সচেনতা তৈরি করতে হবে।