ভোলা প্রতিনিধি।
আপনারা আমাকে যে ভাবে হাঁস প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। আমার স্বামী জীবনের শেষ দিন পর্যন্ত রাজাপুরবাসীর সেবা করেছে। আমার বড় ছেলে ভোলা সদর হাসপাতালের চিকিৎসক হিসেবে রয়েছে। এ ছাড়া আমার পরিবারের অনেক সদস্য ভোলায় বিভিন্ন ভাবে মানুষের সেবা করে যাচ্ছে। বিশেষ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী আমি একই পরিবার। গত ২১শে মে আপনারা ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে আমাকে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের ভালোবাসা দেখিয়েছেন।
আমি এবং আমার পরিবার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে। আপনাদের জন্য সব সময় আমার দরজা খোলা। যে কোন প্রয়োজনে আমার বাসায় চলে যাবেন অথবা ফোন করবেন।
সদ্য ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান সালেহা আখতার চৌধুরী নির্বাচনী পরবর্তী রাজাপুর, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশার সর্ব-সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়ে এসব বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পুত্র ও ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর, ইলিশা মডেল কলেজ এর প্রভাষক মোঃ সোহাগ, তৈয়বা খাতুন মডেল একাডেমির প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, সমাজ সেবক মিলন চৌধুরী, সাংবাদিক ইয়ামিন হোসেনপ্রমুখ।