ভোলা প্রতিনিধি।
আপনাদের আমানত হলো একটি ভোট, সেই ভোট দিয়ে বিনা স্বার্থে আমাকে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের এ ভোটের মর্যদা দিতে। আপনাদের সুখে-দুঃখে আমাকে পাশে পাবেন। ভোলা সদর উপজেলা নির্বাচনে সদ্য মহিলা ভাইস-চেয়ারম্যান ছালেহা আখতার চৌধুরী আজ সন্ধ্যায় নির্বাচন পরবর্তী সর্ব-সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।
এ সময় তিনি ভেদুরিয়া, ভেলুমিয়া, চরসামাইয়া ও আলীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক মোঃ সোহাগ, তৈয়বা খাতুন মডেল একাডেমির প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, মাকসুদ চৌধুরী, মিলন চৌধুরী, আফতাব হোসেন (রিহান), সাংবাদিক ইয়ামিন হোসেন, মাষ্টার কামরুল হাসানপ্রমুখ।