মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
“বহু ভাষায় শিক্ষার প্রসার এবং পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় র্যালিটি ডিসি অফিসের প্রাঙ্গণ থেকে শুরু হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব রিফাত ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে র্যালি শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো. আবু জাফর রিপন।