রংপুর প্রতিনিধি।।
রংপুরের ঐতিহ্যবাহি সংগঠন অভিযাত্রিক সাহিত্য-সংস্কৃতি সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহতদের স্মরণে প্রকাশিত অভিযাত্রিক নামে সাহিত্যপত্রিকার মোড়ক উন্মোচন হয়েছে।
শুক্রবার বিকেলে অভিযাত্রিক কার্যালয়ে সাহিত্য পত্রের মোাড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনে অংশ নেন একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী পাভেল রহমান, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ, অভিযাত্রিকের উপদেষ্টা রেজাউল করিম মুকুল, কবি ও সাংবাদিক নজরুল মৃধা, সহ-সভাপতি তৈয়রবুর রহমান বাবু, ছড়াকার হাই হাফিজ, গল্পকার নাহিদা ইয়াসমিন, অভিযাত্রিকের সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ভালোবাসার কবি জোসেফ আখতার, ছড়াকার কামরুজ্জামান দিশারী, কবি মাসুদ বশির, কবি ও সাংবাদিক নুর হাসান চান, কবি সাকিল মাসুদ, কবি ডাঃ খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য কবি সাহিত্যিকগণ। পরে অভিযাত্রিকের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।