নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে হিজলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিজলা উপজেলা মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ।
সঞ্চালনায় উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বিন কালাম।
গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম (শায়েক চরমোনাই)।
তিনি তার বক্তব্যে বলেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন লুটপাট চাঁদাবাজি মহোৎসব। এমনকি চরাঞ্চলে যারা দু একটি গরুর পালন করে দুধ বিক্রি করে সংসার পরিচালনা করতেন তাদের গরুও নিয়ে আসা হয়েছে। এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেয়ার হুঁশিয়ারি প্রদান করেন শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম।
তিনি আরো বলেন স্বাধীনতার পরবর্তী যারা দেশ পরিচালনা করেছে তারা কখনোই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। দুর্নীতির মাধ্যমে বারবার বিশ্বের দরবারে দেশকে কলঙ্কিত করেছে।
যারাই জনপ্রতিনিধি হয়েছেন তারা জিরো থেকে হিরো হয়েছে। শীর্ষ পর্যায়ের অনেকের দেশের টাকা বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে।
যারা আজ দেশের বিভিন্ন এলাকায় লুট তারাজ করছেন তারা দেশ ও জাতির শত্রু।
পরিশেষে তিনি বলেন গণহত্যাকারীদের বিচার ও সঠিক সময় নির্বাচনের দাবি জানান।
গন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ ও বরিশাল জেলা সেক্রেটারি, উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুল কাদের কারিমী, গুয়াবাড়িয়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন, জয়েন সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।