স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :
সেনাবাহিনীকে আওয়ামী লীগের প্রতিপক্ষ না ভাবার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরী সভায় এ আহবান জানান তিনি।
আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম জেলাবাসীকে শান্তিপূর্নভাবে আন্দোলন সংগ্রাম করার আহবান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার কোন কারন নেই। তাদেরকে তাদের কাজ করতে সহায়তা করতে হবে। এরপরে কোন নেতা বা কর্মী যদি বিশৃংখলা করে তাহলে আওয়ামী লীগ তার দায় দ্বায়িত্ব নেবে না।
তিনি জানান, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট শোক দিবস পালন করা হয়, আগামী শোক দিবসের অনুষ্ঠানও সেভাবেই পালন করা হবে।
এদিকে, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক-এর সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,“গোপলগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সকল উপজেলা/ পৌর আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠন এর সকল স্তরের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া যাচ্ছে যে, আপনারা যাঁরা মিছিল মিটিং করবেন সেটা হতে হবে শান্তিপূর্ণ। কোন রকম দেশীয় অস্ত্র প্রদর্শন করা যাবে না। এই কয়দিন ঘটে যাওয়া শান্তি পুর্ন সমাবেশ গতকাল কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে যেটা কোন ভাবে মুজিব আদর্শের সৈনিকদের কাম্য নয়। মনে রাখবেন রাষ্ট্রের আইন সৃঙ্খলা বাহিনী আমাদের শত্রু না। তাদের প্রতি কোন প্রকার শক্তি প্রদর্শন করা যাবেনা। গতকাল সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সকল প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোন অঘটন ঘটলে তার দায়িত্ব জেলা আওয়ামী লীগ বহন করবে না। আমরা তাকে দুষ্কৃতকারী হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবো।
আপনারা জেনে খুশি হবেন যে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা ভালো আছেন। আমাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে তিনিও এই নির্দেশনা দিয়েছেন। শান্তিপূর্ণ সভা-সমাবেশ যাতে কোনরকম বিশৃঙ্খলা না হয় সেই জন্য সকলের প্রতি তিনি অনুরোধ করেছেন।
অপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্যত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তাল থাকলেও সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে গতকাল দিনভর গুজব ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতংক রয়েছে।
আজ সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। জেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে খোলা। কাজে ও প্রয়োজনে বাইরে বের হয়েছে সাধারণ মানুষ। শহরের অলিগলি, বাজারে রয়েছে মানুষের ভীড়। সড়ক-মহাসড়ক দিয়ে যান চলাচল রয়েছে স্বাভাবিক। রাতে বিভিন্ন স্থানে হামলা হতে পারে এমন গুজবে আতংক রয়েছে সাধারণ মানুষের মাঝ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জোলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্যত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এসময় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে ৪ সেনা সদস্যহহ ১৭ জন আহত হয়। এসময় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করে ও অস্ত্র লুট করে বিক্ষুব্ধ জনতা।