চিতলমারী প্রতিনিধি
আগষ্ট মাসের ৭ তারিখ সারা দেশে শুরু হয়েছিলো গন টিকা কার্যক্রম।ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছিলো জন সাধারনের মধ্যে।ফিরতি ডোজ(২য়)৭ই সেপ্টেম্বর।বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ৭ ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২য় ডোজের কার্যক্রম ৪টা পর্যন্ত।
টিকা কার্যক্রমের টিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান। দুপুর ১২টার দিকে ৭নং সন্তোষপুর ইউনিয়নের সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে আসেন ডাঃ মামুন হাসান।
১ম ডোজ টিকা নেবার পরেও নিবন্ধিত হয়নি এমন টিকা গ্রহনকারী পাওয়া যায় সন্তোষপুর কেন্দ্রে।হাসপাতালে কথা বলে তাদের জানানো হয় বুধবার হাসপাতালে যেতে।তবে জনগনকে ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে তাৎক্ষনিক ভাবে টিকা দেবার নির্দেশ দেন।
নাম প্রকাশ না করার শর্তে ১ম ডোজ নিবন্ধন বিহীন অনেকের প্রশ্ন আজ আমরা গনটিকা কেন্দ্রে টিকা নিলাম ,টিকা সনদ কি পাবো?ডাঃ মামুন হাসান বলেন আপনারা যাতে টিকা সনদ পান তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।টিকা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেনউপজেলা যুবলীগ আহবায়ক শেখ নজরুল ইসলাম,সদস্য সজল বাড়ৈ,স্বাস্থ্য কর্মী নার্গিস আক্তার,বিলকিস আক্তার,কাজী মফজুল আহম্মেদ সহ আরো অনেকে।