নিজেস্ব প্রতিবেদকঃ-
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেলসহ দুইজনকে গুলি করে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলা-বারুদের মধ্যে রয়েছে ২টি এলজি, ১টি পাইপগান, ১২ রাউন্ড ৩০৩ রাইফেলে গুলি, কালো কসটেপে মোড়ানো কৌটায় অবিস্ফোরিত ১৫ থেকে ২০টি হাত বোমা, একটি লোহার রড এবং কালো রং এর ২টি শার্ট রয়েছে।
জানা যায়, নগরের কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ সাকিনে জনৈক রহিম ডাক্তারের বাসার গলি লাগোয়া মো. বেলাল আহমেদের (৬৫) টিনশেড বিল্ডিং (তাজেহা লজ) এর দেয়াল ও রাস্তার পাশের বাউন্ডারি দেয়ালের এক ফুট ব্যবধানের ফাঁকা জায়গায় ৩টি কালো রঙের স্কুল ব্যাগ দেখা যায়।
এরপর বাড়ির মালিকের মেয়ে নিগার সুলতানা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনাস্থল কর্ডন করে রাখে ও এসব উদ্ধার করে। এসময় কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, ধারণা করা হচ্ছে গতকাল কাউন্সিলর হত্যাকান্ড শেষে ঘাতকরা এসব ফেলে গেছে।
সোমবার (২২ নভেম্বর) কুমিল্লা নগরের পাথুরিয়া পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় আরও ৬ জন আহত হন।