সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বরে হাজী ঈমান আলী মার্কেট এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী পুলিশ চেক পোষ্ট স্থাপন করে দিনাজপুর হতে ঢাকাগামী দেশ বাংলা ট্রাভেলস্ পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) ভোররাতে সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সলংগা থানা, সিরাজগঞ্জ এর সার্বিক তত্বাবধানে সলংঙ্গা থানা পুলিশের একটি আভিযানিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শাকিল মাহমুদ (২৮), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সুজালপুর (কলেজপাড়া),থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর এর হেফাজতে হইতে ৪৩ বোতল ফেন্সিডিল ও আসামী মোঃ তরিকুল ইসলাম (৩০), পিতা-মোঃ ছাত্তার আলী, সাং-বলরামপুর, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর এর থেকে ৪৮ পিচ ফেন্সিডিল সহ তাদের গ্রেফতার হয়।
এ সংক্রান্তে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।