বরিশালের হিজলা উপজেলার রঙ্গা হেরিংবন্ড রাস্তা ও রঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন আজ ৭৫ কৃষ্ণচূড়া গাছ রোপন করে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের শুভ সূচনা করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ, থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হরিনাথ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার, এছাড়াও উপস্থিত ছিল উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মনতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ।