নিজস্ব প্রতিবেদকঃ-
করোনায় আক্রান্ত, গুরুতর শারীরিক অসুস্থতা ও অন্যান্য কারণে ৪২তম বিসিএসের ১৩ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
রোববার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জনায়।
পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত গুরুতর শারীরিক অসুস্থতার কারণে ৪২তম বিসিএস (বিশেষ), ২০২০’ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মৌখিক পরীক্ষার তারিখ আগামী ২৯ আগস্ট পুনর্নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১০টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।