হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গেনেট হামলা দিবসটি উপলক্ষে দলটি আলাদা আলাদাভবে কর্মসূচি দিয়েছে।
বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু ম্যুরাল এমপি পংকজ নাথ অনুসারীরা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন ঢালী।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার নেয়ামতুল্লাহ, হিজলা উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতা প্রাক্তন সরকারি হিজলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খগেন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমা বেগম, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাড়ি, হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন দফাদার, যুবলীগের যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত হোসেন, শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন ঢালী, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, ছাত্রলীগের সভাপতি সোলায়মান,
সভা পরিচালনা করে উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
অপরদিকে আবুল হাসানাত অনুসারী উপজেলা কৃষক লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয় আলোচনা দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলগের সহ-সভাপতি বড়জালিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার,
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাস্টার ইসমাইল হোসেন, উপজেলা কৃষকলীগের প্রাক্তন সভাপতি রনজিত মাস্টার,
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোরশেদ টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএ মান্নান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর প্রমুখ।
আলোচনা শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার রুহের মাগফিরত কামনা করে দোয়া মোনাজাত।