সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ
বিএনপি-জামায়াত জোট সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ মুঠোফোনে তার বক্তব্যে বলেন, ১৫ ই আগস্টের হত্যাকান্ডের নেপথ্যে নায়ক ছিলেন জেনারেল জিয়া আর ২১ শে আগস্টের হত্যাকান্ডের মূল হোতা তারেক জিয়া। ১৫ ই আগষ্ট ও ২১ শে আগষ্ট এর হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। এখন সময় এসেছে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করা আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে বর্তমানেও চলছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে এসব ষড়যন্ত্র কিভাবে মোকাবিলা করতে হয়। তিনি বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তা অব্যাহত রাখতে সকলকে সজাগ থাকার আহবান জানান সাংসদ পংকজ নাথ। এসময় উপস্থিত মেহেন্দিগঞ্জ মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেণেড হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত শেষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা পার্ক মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোকর্যালি বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আজ মঙ্গলবার দুপুরে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক মাঠে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক বরিশাল জেলা পরিষদ সদস্য কান্তা দেবনাথ, যুগ্ন-আহবায়ক সাবেক কাউন্সিলর জেবা বেগম, মাহিনুর বেগম, কাউন্সিলর মিতা রানী দাস, রোকসানা দোলন, বেলা ভক্ত, রাশিদা বেগম, স্মৃতি রানী সিকদার, সুলতানা বেগম সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজার হাজার মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।