মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
১০ মাস পরে বরগুনার আমতলী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশানার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ, সদ্য যোদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন আহম্মেদ, বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক ক্লাবের সভাপতি দেওয়ান মোস্তফা কবির। উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রশাসনের সকল সরকারী প্রতিষ্ঠানের প্রধানগন। সভায় বক্তারা গত ১০ মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা না হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করে বলেন, আমতলীর সার্বিক আইন শৃংঙ্খলা বিশেষ করে মাদক, ইভটিজিং, চুরিসহ নানা অপরাধ মূলক কার্যকলাপ রোধে উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল সচেতন মানুষকে এগিয়ে আসার আহবান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আমি যতদিন আমতলীতে আছি ততদিন প্রতি মাসেই আইনশৃঙ্খলার সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনিও আমতলী উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের স্ব-স্ব জায়গা থেকে পুলিশ বাহিনীকে সর্ব প্রকার সহায়তা করার জন্য অনুরোধ করেন।