
নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের হিজলা উপজেলায় গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় রবিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে ইয়ানুর বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু। এছাড়াও গুরুতর আহত হয়েছে এক জেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিজলা থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, নিহত ইয়ানূর বেগম মান্দ্রার চর কুশুড়িয়া গ্রামের হাবিব মাঝি স্ত্রী দুই সন্তানের জননী। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। তখন কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।একই দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয় জাকির হোসেন (২৪) নামের এক জেলে। বর্তমানে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। জাকির হোসেন উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে।