হিজলা প্রতিনিধি।।
বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফ(বিপিএম), পিপিএম,
ওয়াহিদুল ইসলাম, বিপিএম,পুলিশ সুপার,বরিশাল এর নির্দেশনায় হিজলা মুলাদী থানা পুলিশের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার এস এম বাইজিদ ইবনে আকবর।
১০ জুলাই সরকারি মুলাদী কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন হিজলা থানা বনাম মুলাদী থানা পুলিশ।
ফুটবল টুর্নামেন্টের টানা ৯০ মিনিট খেলায় হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর এর সাহসী নেতৃত্বে হিজলা থানা একাদশ মুলাদী থানা একাদশকে ২-১ গোলে মুলাদীর থানা ফুটবল একাদশকে পরাজিত করে।
ফুটবল টুর্নামেন্টের বিষয়ে হিজলা থানা অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ জানায় পুলিশের শরীর চর্চা এবং শারীরিক ফিটনেস সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনায় এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন সদ্য যোগদানকারী বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফ ও পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ক্রিড়া অঙ্গনে তাদের সুনাম রয়েছে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট স সহ অন্যান্য খেলাধুলা আগামী দিনেও অব্যাহত থাকবে।