নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করেন। তাই রোববার দুইটার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভোর রাত তিনটার দিকে বুকে ব্যথা অনুভব করে। সে সময় তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
এরপর তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সে সময়ও প্রায় পার করেছেন।
বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর
তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের ঘনিষ্ট অনুসারী ছিলেন বেলায়েত হোসেন ঢালী।
বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতাকে দেখার জন্য ছুটে এসে মরহুমের কফিনে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বেলা দুইটায় উপজেলা পরিষদ মাঠে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয় বরিশাল বিভাগের পরিচালক আনোয়ারুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ ও জোনাল অফিসার বরিশাল বকুলচন্দ্র কবিরাজ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ও ওসি হিজলা জুবাইর,
উপজেলা আওয়ামী লীগের পক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন ও নাজমা বেগম সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাজা সম্পূর্ণ হয়। জানাজায় হাজার হাজার মুসল্লিদের ঢল।
এছাড়াও জানাজায় অংশগ্রহণ করেন বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক বিন ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন খান আজম, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল হাসান মিঠু, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী, মেম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুদ্দিন হাওলাদার, হরিনাথপুর চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার সহ
হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট ও মুলাদি উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন মহলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।