হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চোরম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা দূনিতী প্রতিরোধ কমিটির সভাপতি খগেন চন্দ্র বিশ্বাস, সহ সভাপতি ডাঃ অশোক কুমার চ্যাটার্জী, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার, হিজলা প্রেসকাবের প্রাক্তন সভাপতি প্রেমজীলাল দাস, হিজলা প্রেসকাবের সভাপতি দেলোয়ার হোসেন, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন রাড়ী, জয়িতাদের মাঝে কিসমত জাহান চৌধুরী কেয়া, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, অনুষ্ঠান শেষে ৫ জয়িতা নারীদের সংবধনা দেওয়া হয়।তারা হলেন অর্থনৈতিক স্বাবলম্বী নারী হিসেবে হনুফা বেগম, শিক্ষা ও চাকরি নারী হিসেবে সীমা ইয়াসমিন,সফল জননী নারী হিসেবে পেয়ারা বেগম,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উদ্যম গতিতে নতুন জীবন নারী হিসেবে নারগিছ বেগম,সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় কিসমত জাহান কেয়া চৌধুরী।