হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় দরিদ্র জেলেদের মাঝে গরু বিতরন করা হয়েছে।
বুধবার ১১ টায় উপজেলা পরিষদ মাঠে মৎস্য দপ্তরের উদ্যেগে ১০ জন জেলেদের মাঝে গরু বিতরন করা হয়।
গরু বিতারন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আনিচুর রহমান তালুকদার, হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরী, মৎস্য দপ্তরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন উন্নয়ন প্রকল্পের পরিচালক এস এম আশিকুর রহমান, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাজাহান তালুকদার. বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, হিজলা প্রেসক্লাব সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
গরু বিতরন অনুষ্ঠান শেষে উপজেলা হলরুমে দেশীয় মাছ রক্ষা পেলে,খাদ্য পুষ্টি দুই মেলে এই শ্লোগান নিয়ে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যেগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের এক উদ্বুদ্ধ করণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হযেছে।