হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মান করছে একটি প্রভাবশালী চক্র।এ ব্যাপারে সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে ছিদ্দিক সরদার রুহুল আমিন সরদার ও জাহাঙ্গির সরদার শত বছরের যাতায়াতের রাস্তাটি দখল করে দেওয়াল নির্মান করে বন্ধ করে দেয় এবং সেখানে সরকারী দেওয়া গভীর নলকুপ(ডিপটিউবয়েল) থেকে গ্রামের মানুষ পানি নেওয়া বন্ধ হয়ে গেছে।এ সংবাদ পেয়ে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাহান তালুকদার গুয়াবাড়িয়া ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্য রাকিব সিকদার,সাবেক ইউপি সদস্য হানিফ প্যাদা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনা স্থানে পরির্দশন করে দেওয়াল নির্মানের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তারা তা মানেনি।এ নিয়ে এলাকায় মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।যে কোনো সময় সেখানে অপ্রতিকর ঘটনা ঘটতে পারে।এ ব্যাপারে দেওয়াল নির্মানকারী জাহাঙ্গির সরদারের সাথে আলাপকালে তারা দাবি করেন আমরা আমাদের পৈত্তিক সম্পত্তিতে দেওয়াল নির্মান করছি।এতে বাধা দেওয়ার কি আছে।এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগী মতিন বেপারী মোতাহার হোসেন শিউলি বেগম সহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান আমাদের এলাকার এই রাস্তাটি অনেক পুরাতন।তাছাড়াও এ রাস্তা দিয়ে দৈনিক প্রায় ৫ শতাধিক লোকের যাতায়াত আছে।কিন্তু তারা প্রভাব ও টাকার দাপটে রাস্তাটি দখল করে দেওয়াল নির্মান করছে।আমরা বিষয়টি জনপ্রতিনিধি সহ প্রশাসনকে জানিয়েছি।এ বিষয়ে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান তালুকদার জানান এলাকার মানুষের যাতায়াতের সমস্যা দেখে রাস্তাটি সংস্কার করার ৫ মেট্রিক টন কাবিখা বরাদ্দ দিয়েছি।তিনি আরো বলেন রাস্তা বন্ধ করে যে চক্রটি দেওয়াল নির্মান করতে পায়তারা চালাচ্ছে তাদের কে দেওয়াল নির্মান করতে দেওয়া হবে না।