বরিশালের হিজলা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ ইউনুছ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন ঢালী, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, ভাষা সৈনিক নায়বে আব্দুল কুদ্দুস, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।