হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলায় বছরের প্রথম দিন সকাল দশটায় কাউরিয়া স্কুল এন্ড কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, আহমেদ প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার, মাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ অশোক কুমার চ্যাটার্জী, কাউরিয়া স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, কাউরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারেক হোসেন সহ অনান্য শিক্ষক বৃন্দ।
বছরের শুরুতে নতুন শ্রেণির নতুন বই হাতে পেয়ে উৎফুল্ল কোমলমতী ছাত্র-ছাত্রীরা। এছাড়াও উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুল কর্তৃপক্ষ।