নিজেস্ব প্রতিবেদকঃ-
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে চোরাই আটো রিকশা (ইজিবাইক) সহ এক যুবককে আটক করে স্থানীয়রা। ২৩ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে গুয়াবাড়িয়া ইউনিয়নের জাকির খানের বাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আমিনুল ইসলাম (২৪) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাবুল বেপারীর ছেলে। আটকৃত ইজিবাইক পার্শ্ববর্তী মুলাদী থানা।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া জানিয়েছেন, অভিযুক্ত ব্যাটারি চালিত ইজিবাইকটি নিয়ে গুয়াবাড়িয়া ইউনিয়নে জাকির খানের বাড়ি সংলগ্ন সড়কে অবস্থান করছিল।
এসময় স্থানীয়রা তার গতিবিধি সন্দেহ করে ইজিবাইকসহ যুবককে আটক করে হিজলা থানায় খবর দেয়। পরে থানার এসআই মনিরুজ্জামান ও এএসআই মিজান ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকসহ চোরকে আটক করে।
অপরদিকে, হিজলার পার্শ্ববর্তী মুলাদী থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান জানান, ইজিবাইকের মালিক মুলাদী উপজেলার বাসিন্দা। তাই ইজিবাইক সহ চোরকে মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অটোর মালিক বাদী হয়ে মামলা দায়ের করবে।