পলাশ দাস, হিজলা-বরিশালঃ-
বরিশালের হিজলায় খনিজ সম্পদ গ্যাসের সন্ধান সরোজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের এলাকায় ইসরাইল আকন এর সেচ নলকুপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান মিলেছে। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার ও হিজলা থানা অফিসার ইনচার্জ ইফনুছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে নির্বাহী অফিসার সরোজমিনে দাঁড়িয়ে বলেন এটা আমাদের জন্য আশির্বাদ, এটা সম্পদ হিসেবে যেন সারা দেশে সড়িয়ে পড়ে সে জন্য আমি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে অবহৃত করব।
এর আগেও প্রায় ৩০ বছর পূবে এখান থেকে মাত্র ২শত গজ দূরে খনিজ তেল পাওয়া গিয়েছিল। তৎকালিন সময়ে এখানে কর্মরত ছিল প্রায় ৩ হাজার শ্রমিক।