হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় ২ মাসের অন্তসত্তা প্রেমিকা প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন পালন করছে। জানা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ঘোষেরচর গ্রামের কামাল সরদারের মেয়ের সাথে এ ঘটনাটি ঘটে।প্রেমিকার চাচী হালিমা বেগম জানায় গত বুধবার দিবাগত রাত অনুমানিক ১০ টার সময় প্রেমিকার বাড়িতে অপত্তিকর অবস্থায় প্রেমিক সালমানকে স্থানীয় লোকজন তাদের আটক করে।এই সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য ফয়সাল ঘটনাস্থানে গিয়ে প্রেমিক সালমানের বাবা আক্তার বেপারী কে সংবাদ দিয়ে আনে।তখন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্য সহ প্রেমিক সালমানের বাবা পরবর্তিতে একটি সমাধা করার কথা বলে তার ছেলেকে নিয়ে যায়।পরের দিন ঘটনাটি সালমানের বাবা আকতার বেপারী স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে সমঝোতা করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।এ ঘটনা জানতে পেরে প্রেমিকা প্রেমিক সালমানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়।এ ব্যাপারে ভুক্তভোগী প্রেমিকা জানায় সালমান একাধিক বার বিয়ের কথা বলে শারিরীক সর্ম্পক্য গড়ে তুলে।এতে আমি দুই মাসের অন্তসত্তা হয়েছি।গতকাল আমার ইচ্ছের বিরুদ্ধে বাড়িতে গিয়ে শারীরিক সর্ম্পক্য করে পালিয়ে যায়।তাই আমি উপায়ন্ত না পেয়ে তার বাড়িতে গিয়ে অবস্থান নেই।এ ব্যাপারে সালমানের বাবা আক্তার বেপারী জানান ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনা স্থানে গিয়ে আমার ছেলেকে আটক অবস্থায় দেখতে পেয়ে মুছলেকা দিয়ে উদ্ধার করি।বর্তমানে আমার ছেলে পলাতক রয়েছে।ঘটনা সর্ম্পক্যে ইউপি সদস্য ফয়সাল ঘটনার সত্যতা স্কীকার করে বলেন আমি ঘটনাটি সমাধান করার চেষ্ঠায় আছি।হিজলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি।ভুক্তভোগী পরিবার যদি থানায় অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।