পলাশ দাস।।
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ। ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে উপজেলার কাউরিয়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ জনের মাঝে ১৪ বান ঢেউটিন ও নগদ ৫৩ হাজার টাকা বিতরন করা হয়েছে।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, ও নাজমা বেগম, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, কাউরিয়া বন্দর ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক ডাঃ অশোক কুমার চ্যাটার্জী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।