নিজস্ব প্রতিবেদক।।
১ আগষ্ট রাত ১ ঘটিকায় হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এর নেতৃত্বে মৎস্য অধিদপ্তর এর অভিযানে মেঘনা নদীতে একটি চর কে ঘিরে রাখা চর ঘেরা জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ১২ জন কে আটক করে প্রত্যেক কে ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ০১ আগষ্ট দুপুর ১২ঃ ৩০ ঘটিকায় হিজলা গৌরনদী ইউনিয়নের চর কিল্লার খেউরিয়া চরে চর ঘেরা জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৮ জন কে আটক করা হয়েছে। ৮ জনের প্রত্যেক কে ৩ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সর্বমোট ২০ জন কে আটক করা হয়েছে এবং ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নৌ পুলিশ হিজলা এর ইন্সপেক্টর মোঃ তরিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, হিজলা, মোহাম্মদ আলম এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।