
পলাশ দাস।।
বরিশালের হিজলা উপজেলায় ৩ মাসের অন্তঃসত্ত্বা সুরভী (১৮) নামক এক গৃহবধুকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্বামী পারভেজ (২৫) পালানোর চেষ্টা করে । স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। রোববার রাতে ধুলখোলার ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সুরভী মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সবুজ বাঘার মেয়ে। বর্তমানে সবুজ বাঘা হিজলার ধুলখেলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে থাকেন। দুই বছর আগে সুরভীর বিয়ে হয়েছিলো। তার স্বামী দিনমজুর পারভেজ ভোলার চরফ্যাসন উপজেলার ইউসুফ চৌকিদারের ছেলে।
স্বামীসহ ১৫দিন আগে বাপের বাড়িতে বেড়াতে এসেছিলো সুরভী।
সবুজ বাঘা জানান, পারিবারিক কলহের জের ধরে রোববার রাতে তার মেয়েকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জামাতা পারভেজ। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উলানিয়া এলাকা থেকে তাকে জনতা আটক করে।
এ ঘটনায় পারভেজকে আসামী করে হিজলা থানায় হত্যা মামলা করেছেন নিহত সুরভীর বাবা সবুজ বাঘা।
হিজলা থানার ওসি আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পারভেজকে আদালতে পাঠানো হয়েছে। ।##