হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন ইউপি সদস্য মরহুম কামাল সদারের এর পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান স্থানীয় সাংসদ পংকজ নাথ।
২৭ অক্টোবর সকাল ১১ টার দিকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলে তাদেরকে সান্ত্বনা দিয়ে স্থানীয় সাংসদ পংকজ নাথ বলেন মরহুম কামাল সরদারের মৃত্যুতে আমি শোকাহত তিনি আমার খুব কাছের মানুষ ছিল। এসময় মরহুমের স্ত্রী কান্নায় ভেংগে পরে স্থানীয় সাংসদ পংকজ নাথের নিকট বলেন দয়া করে আগের মত খোঁজখবর নেবেন তখন সাংসদ পংকজ নাথ বলেন আমি আগের মতই আপনাদের পাশে আছি থাকবো।
গত ১৯ অক্টোবর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।