নিজেস্ব প্রতিবেদকঃ-
“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি”এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় সাংবাদিকদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মতবিনিময় করছেন। ২৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা মৎস্য কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম,ক্ষেত্র সহকারী মোঃ জালাম উদ্দিন মুন্সি। হিজলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,মাইটিভির হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ সুমনুর রহমান সোহাগ, দৈনিক যুগান্তর পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হামিদ, দৈনিক ইত্তেফাকের হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ আলহাজ, দৈনিক আজকের পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি মোঃ সেলিমসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।মতবিনিময় সভায় সাত দিনব্যাপী কর্মসূচির বিবরণী তুলে ধরে বাংলাদেশ সরকারের মৎসচাষে উন্নয়নমুখী কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং,ব্যানার,পোস্টার, ফেস্টুনসহ ব্যাপক প্রচারণা চালানো হবে। তিনি আরো বলেন,মাছের পোনা অবমুক্তকরন,মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা,ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।